ডিজিটাল সেন্টারকে সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবেঃহবিগঞ্জ প্রশাসক

    0
    212

    আমারসিলেট24ডটকম,০৪ডিসেম্বর,এম কাউছার আহমেদঃ হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, বিশ^ায়নের এই যুগে দেশকে এগিয়ে নিতে হলে ডিজিটাল সেন্টারকে সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন বর্তমান সরকার ভিশন ২০২১ নিয়ে কাজ করছে। আমাদের প্রত্যাশা এর আগেই আমরা সর্বক্ষেত্রে স্বয়ংসম্পন্ন হব গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে এমএমসি কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

    গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম এর উদ্যোগে ও সিলেট ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সহযোগিতায় ‘স্থানীয় সরকারের উন্নয়নে ডিজিটাল সেন্টার’ শীর্ষক স্থানীয় সরকার সংলাপ” হবিগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহ ফখরুজ্জামানের পরিচালায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক। সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট এমএমসি’র আঞ্চলিক ব্যবস্থাপক হাবিবুল আলম। এতে প্যানেল আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডঃ আমির হোসেন, সাবেক সভাপতি এডঃ রুহুল হাসান শরীফ, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ।

    বক্তব্য রাখেন-জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দৈনিক সমাচারের যুগ্ম সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মামুন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এম কাউছার আহমেদ, এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ। সভায় গোপায়া, রিচি ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।