ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুক্তি যোদ্ধা সন্তানের উপর হামলা 

    0
    214
    স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ১৩ই মে ২০২০ ইং তারিখে মোঃ কসিরদ্দীন ওরফে গুন্ডরী,মোঃ হামিদুল ও মোঃমামুন পরিকল্পিত ভাবে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল হাইকে বেধম মারপিট ও হামলা চালায়।জানা যায়,মোঃমিন্টু ও আব্দুল হাই পারস্পরিক সুসম্পর্কের বন্ধুতে দীর্ঘ দিন ধরে একসাথে শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালান বর্তমানে আব্দুল হাই ও মিন্টু কলা ব্যবসা করার পরিকল্পনা করেন,সে বিষয়ে ব্যবসায়িক আলাপ আলোচনা করার জন্য মোবাইল ফোনে মিন্টু তার বাড়ীতে আসতে বলেন পরে মিন্টুর বাড়ীতে আব্দুল হাই গেলে দূই বন্ধু মিলে আলোচনা করেন সে সময় হঠাৎ কসিরদ্দীন ওরফে গুন্ডরী ও তার দুই ছেলে হামিদুল ও মামুন।
    মিন্টু রহমানের ঘরে প্রবেশ করিয়া, আব্দুল হাই কে দুই হাত পিছনে দড়ি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে এলোপাতাড়ি বেআইনিভাবে মারপিট করে ও কসিরদ্দীন ওরফে গুন্ডরীর লোহার রড দিয়ে আব্দুল হাইয়ের নিচের সারির দাঁত ভেঙে দেন এবং লোহার রডের আঘাতে দুই দাঁত অকেজো  হয় পড়ে,দুষ্কৃতিকারী কসিরদ্দীন ওরফে গুন্ডরী,হামিদুল ও মামুনের আঘাতে আব্দুল হাই আহত অবস্থায় অচেতন হয়ে পড়লে আব্দুল হাইয়ের কলা ব্যবসা করার জন্য তার বাবার কাছে নেওয়া টাকা পকেট হতে ছিনিয়ে নেন।সে সময় তার বন্ধু মিন্টু রহমান আব্দুল হাই কে মারপিট,হামলা,ও অমানুষিক নির্যাতনের প্রতিবাদ করতে গেলে পরে মিন্টু ও তার স্ত্রী সৃতি বেগমকে বেধম মারপিট করে, বাড়ি থেকে বাহির করে দেন এবং মিন্টুর ঘরের আসবাবপত্র ও রান্নার চুলা ভেঙে দিয়েছে।এ বিষয়ে মিন্টুর সাথে কথা বলে জানতে পারা যায়,আমার বাবা পূর্বের শুত্রুতার জের ধরে আব্দুল হাই কে মারপিট করে, এবং  অমানুষিক নির্যাতন চালায়।পরে এলাকা বাসী জানতে পেরে আব্দুল হাইয়ের বাঁধন খুলে দিয়ে মুমূর্ষু অবস্থায় ভ্যান যোগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ১ নং কেবিনে ভর্তি করেন।
    উক্ত ঘটনার প্রেক্ষিতে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ঐ এলাকার লোকজন জানায়,কসিরদ্দীন ওরফে গুন্ডরী অনেক লোকের উপর অন্যায় ভাবে পূর্বে মিথ্যা মামলা করান ও হুমকি ধামকি দেন।এ ব্যাপারে এলাকার লোকের কাছে জানতে পারি,আব্দুল হাই এর পরিবারের লোকজন সৎ ও নিরীহ এবং তার পিতা এবং চাচা বীর মুক্তিযোদ্ধা।
    এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক সাংবাদিক কে জানান আমার ছেলে মোঃ আব্দুল হাইয়ের উপর হামলা ও অমানুষিক নির্যাতন করায় বাদী হয়ে গত ১৬/০৫/২০২০ইং তারিখে আনুমানিক  বেলা ১.০০ ঘটিকার সময় পীরগঞ্জ থানায় সুষ্ঠু ও ন্যায় বিচারের জন্য এজাহার দায়ের করেন।