টেকনাফ হাবিরছড়ার সিরাজের শসা চাষে চমক সৃস্টি

    1
    637

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৪জুন: টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার সিরাজ এবার শসা চাষে চমক সৃস্টি করেছে। ইতি পূর্বে তিনি পেপে চাষ করে উপজেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়ে বিভিন্ন পুরুস্কার পেয়ে ছিলেন। ২০১৫ সালের রমজানকে সামনে রেখে শসা চাষ করে সিরাজ এখন প্রতিদিন ৩ থেকে ৪ মণ শসা বিক্রি করছে। প্রতি কেজি শসা ২০ থেকে ২৫ টাকা বিক্রি করে প্রতিদিন আয় করছে হাজার টাকা।

    সিরাজের ক্ষেত দেখতে গিয়ে টেকনাফ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফি উল্লাহ বলেন- টেকনাফে চাষীদের মধ্যে সিরাজ একজন সফল কৃষক, তার চাষাবাদের ধরনই আলাদা। সফল চাষী হিসাবে সিরাজকে আমরা সহযোগীতা করে যাচ্ছি। টেকনাফ সদরের ১ নং ওয়ার্ড হাবিরছড়া এলাকার কালা মিয়ার পুত্র সিরাজ মিয়া পানের বরজ, মরিচ, পেপেসহ কৃষি পণ্য উৎপাদনে  রেকর্ড সৃষ্টি করায় তিনি বর্তমানে কৃষকদের মডেল।