ঝড়ে পড়া আমে বিষাক্ত ওষুধ স্প্রের চেষ্টাকালে জরিমানা

    0
    231

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ঝড়ে পড়া আম বিষাক্ত ওষুধ স্প্রে করে পাকানোর চেষ্টাকালে মনিরুল ইসলাম মনির নামে এক আম ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

    জানাগেছে, শুক্রবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনির ঝড়ে পড়ে যাওয়া ১৫ মন আম স্থানীয় প্রাইমারী স্কুলের কক্ষে বিষাক্ত ওষুধ স্প্রে করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এস আই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে একদল পুলিশ আমগুলি জব্দ করেন।

    পরে ভ্রাম্যমান আদালতের বিচারক লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী ঘটনাস্থলে গিয়ে ওই আম ব্যবাসয়ীকে ১০হাজার টাকা জরিমানা করেন। পরে আমগুলি এড়েন্দা বাজার সংলগ্ন নবগঙ্গা নদীতে ফেলে দেয়া হয়।