জয় দিয়ে শুরু ইংলিশদের বিশ্বকাপ মিশন

    0
    266
    স্পোর্টস ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের উদ্ভোধনী ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে টুর্নামেন্টের আয়োজক ও হট ফেভারিট ইংল্যান্ড।বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ঝুড়িতে পুড়ে নিয়েছে পূর্ণ দুই পয়েন্ট।
    লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ৩১১ রানের স্কোর গড়ে ইংলিশরা।২৩,৫০০ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি ছিলো পুরোপুরি কানায় কানায় ভরপুর।ইংলিশদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯ রান  আসে বেন স্টোকসের ব্যাট থেকে।৯ চারে সাজানো ছিলো তার ইনিংসটি।এছাড়া দলপতি মরগান ৫৭ ও রুট ৫১ রান করেন।
    দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি ৩ টি,রাবাদা ও তাহির ২ টি করে এবং পেহলুকাওয়ো ১ টি উইকেট নেন।
    ৩১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানের মধ্যেই মার্করাম ও দলপতি ডু প্লেসিসকে হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা।দলীয় ১৫০ রানের আগেই সাজঘরে ফেরেন কুক,ডুমিনি ও প্রেটোরিয়াস।শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।দলের পক্ষে ডাসেন সর্বোচ্চ ৫০ রান করেন।
    ইংলিশদের পক্ষে জোফরা আর্চার ৩ টি,স্টোকস ও প্লাংকেট ২ টি করে ও রশিদ ও মঈন ১ টি করে উইকেট পান।
    প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন ব্যাট হাতে ৭৯ বলে ৮৯ রান ও বল হাতে ২.৫ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নেয়া স্টোকস।
    আগামীকাল দ্বিতীয় ম্যাচে ট্রেন্ট ব্রীজে বিকাল ৩:৩০ মিনিটে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ