জৈন্তাপুর হতে অপহরন মামলার ভিকটিম উদ্ধার

    0
    215

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর হতে বিয়ানীবাজার থানার অপহরন মামলার আসামীসহ ভিকটিমকে  উদ্ধার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়- সিলেটের বিয়ানী বাজার থানার অপহরন মামলা নং- ১০, তারিখঃ ১৬-০৬-২০১৯ এর আসামী সহ ভিকটিম জৈন্তাপুর থানা এলাকায় আত্মগোপন করে রয়েছে। সংবাদের ভিত্তিত্বে পুলিশ অপহরন মামলার ভিকটিম মারিয়া আক্তার শান্তা (১৬) কে উদ্ধারের জন্য জৈন্তাপুর উপজেলার ভিবিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে গত ২৮ জুলাই গভীর রাত ২টায় জৈন্তাপুর মডেল থানার এস.আই আজিজুল রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাখিবিল গ্রামে আব্দুল লতিবের ছেলে জসিম উদ্দিনের বাড়ীতে অভিযান করে। কিন্তু চতুর জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি বুঝে নির্জন জঙ্গলে ভিকটিম সহ অপহরনকারীকে লুকিয়ে রাখে। এঘটনায় পুলিশ ভিকটিমকে উদ্ধারের জন্য সোর্স নিয়োগ করে রাখে। সোর্সের দেওয়া তথ্য মতে ২৯ জুলাই সকাল ১১টায় নৌকা যোগে সারী নদী দিয়ে পালিয়ে যাওয়ার প্রক্কালে ভিকটিম মারিয়া আক্তার শান্তা (১৬) সহ অপহরনকারী বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর (চাতলপাড়) গ্রামের সুহেল আহমদ ব্রড়া ছেলে শাহিন আহমদ (১৭) কে আটক করতে সক্ষম হয়। পুলিশ তাদের উদ্ধার করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে। পরে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে বিয়ানীবাজার থানার এস.আই মোঃ মহসিন কবির জৈন্তাপুর থানা হতে উদ্ধারকৃত মারিয়া আক্তার শান্তা ও অপহরনকারী শাহিন আহমদকে নিয়ে যায়।
    এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকির ও এস আই আজিজুর রহমান বলেন- আমরা সংবাদ পাওয়ার পর পর বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করি। পরে নৌকা যোগে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় সারী নদী হতে তাদের আটক করি। যেহেতু মামলটি বিয়ানী বাজার থানার তাই আটককৃতদের বিয়ানী বাজার পুলিশের কাছে আটক অপহরানকারীসহ মারিয়াকে তুলে দেই।