জৈন্তাপুর হইতে বাস গাড়ী চুরি, থানায় জিডি

    0
    243

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে উপজেলার হরিপুর বাজার হইতে ১টি বাস গাড়ী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস গাড়ীর মালিক জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।
    জিডি সূত্রে জানা যায়, ১লা নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১০টায় সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে রাস্তার পূর্ব পাশ্বে প্রতিদিনের ন্যায় গাড়িটি বন্ধ করিয়া চালক ফয়সল আহমদ বাড়ীতে যায়। পরদিন ২রা নভেম্বর শনিবার আমার পিতা হাজী আব্দুল জলিল ফজরের নামাজ শেষে ভোর অনুমান সাড়ে ৫টায় বর্ণিত স্থানে এসে গাড়িটি দেখিতে না পাইয়া তাৎক্ষনিক ভাবে বিষয়টি ছেলে আলী আহমদ সহ বাজারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর করে গাড়ীটি পাননি। তাদের ধারনা গাড়ী চুর চক্রের সদস্যরা রাতের কোন এক সময় নিয়ে যায়। আইসা কোম্পানী হইতে আমার ভাই হোসন আহমদের নামে ক্রয়কৃত বাসগাড়ী যাহার রেজিষ্ট্রেশন নং মৌলভীবাজার-জ-১১-০২৩৭, চেসিস নং গঈ২২১ঋঋজ৮৪১০৯৯০১২, ইঞ্জিন নং ঊ৪৮৩অ৩১২৯৭০৭০/ ৫৫৫০-ঈঈ।

    বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করলে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পরামর্শে প্রাথমিক ভাবে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয় (যাহার নং-৪০৪, তারিখঃ ০২-১১-২০১৯)। বাজার এলাকা হইতে গাড়ী চুরির ঘটনায় অন্যান্য গাড়ীর মালিকগন আত্মংকিত হয়ে পড়েন। তারা গাড়ীটি উদ্ধার এবং গাড়ীটি চুরির সাথে জড়িতদের খোঁজে বের করার জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।