জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামাল ও জয়নাল

    0
    249
    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে সম্ভাব্য প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে দুই মেরুর দুই প্রার্থীকে কেন্দ্র করে৷ যদিও ক্ষমতাসীন অা.লীগ এখন প্রার্থী চুড়ান্ত করেনি তার পরও উপজেলা নির্বাচন কে নিয়ে  নানা মূখী অালোচনা সমালোচনার আমেজ বইছে উপজেলা জুড়ে৷ অাওয়ামীলীগের দলীয় প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু হলেও বিএনপি উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন না করায় মনোনয়ন দৌড়ে নেই কেউই৷ থাকা মার্চে মাসে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে বিএনপি যদি নির্বাচনে না আসায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে লড়বেন জামায়াত সমর্থীত এবং দুই বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন৷ এ নিয়ে ভোটারসহ সাধারণ জনগণের মধ্যে জল্পনা-কল্পনার কমতি নেই৷
    সাধারন ভোটাররা বলেন পূর্বের নির্বাচনের মত জৈন্তাপুর উপজেলা অা.লীগ প্রার্থী নির্বাচনে ভূল সিদ্ধান্ত গ্রহন করে তাহলে বর্তমান চেয়ারম্যান জয়নাল অাবেদীন তৃতীয় বারোর মত চেয়ারম্যান নির্বাচিত হয়ে অা.লীগের ঘাটিতে হেট্টিক করবেন৷ তৃর্ণমূল অা.লীগ কর্মী সমর্থকদের দাবী বিগত নির্বাচনে অা.লীগ বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনী ভোট যুদ্ধে তুমুল প্রতিদ্ধন্ধিতা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও দুই বারের নির্বাচিত দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল অাহমদ৷ তৃর্ণমূল অা.লীগ ভোটাররা মনে করেন প্রার্থী নির্বাচনে অা.লীগ ভূল করলে জামায়াত সমর্থীত প্রার্থীই অা.লীগের ঘাটিতে হানা দিয়ে হেট্টিক করবে৷
    অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন উপজেলা অা.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল অাহমদ, সাধারনণ সম্পাদক লিয়াকত, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিবুর রহমান মেম, সাবেক অাইন বিষয়ক সম্পাদক এ্যাড. অালতাফ হোসেন৷ এছাড়া সতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন জামায়াত সমর্থীত বর্তমান উপজেলা চেয়ারম্যান জয়নাল অাবেদীন৷ যদি বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করবেনা এমন সিদ্ধান্তের পরও উপজেলা নির্বাচনে অংশগ্রহনের জন্য তৎপর রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অাব্দুল মতিন, জেলা পরিষদের সদস্য সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, চিকনাগুল ইউপি সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের অাহবায়ক অালতাফ হোসেন বেলার, জাতীয় পাটি থেকে মোঃ ইসমাইল অালী অাশিক নাম শুনা যাচ্ছে৷
    মনোনয়ন পাওয়ার অাগেই প্রার্থীরা ইতোমধ্যে সাধারন ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিরামহীন গণসংযোগ, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
    জনসংযোগের শীর্ষে রয়েছেন অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল অাহমদ৷ সার্বিক দিক বিবেচনা করে দেখা যায় উপজেলা নির্বাচনের শুরুতেই কামাল ও জয়নাল দুজনই উপজেলা নির্বাচনে অালোচনার কেন্দ্র বিন্দু৷
    এবিষয়ে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মনির অাহমদ বলেন- বর্তমান সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার তাই অামি অাশাবাদি অাল বদর, অাল সামস, যুদ্ধাপরাধী ও রাজেকারদের সন্তানদের হাতে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দিবে না৷ এছাড়া অা.লীগের মনোনয়ন দৌড়ে থাকা এম লিয়াকত অালী একজন রাজাকার সন্তান, তাছাড়া চিহ্নিত ভূমিখেকু, পাথরখেকু, দূর্নীতিবাজ, দখলবাজ, গনমাধ্যমকর্মী নির্যাতনকারী বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক বার মিডিয়া তার অপকর্ম তুলে ধরেছে ফলে অা.লীগের সুনাম ক্ষুন্ন হয়েছে এবং হচ্ছে৷ এমন ব্যক্তিকে দলের টিকেট দিলে মুক্তিকামী সাধারন জনগন তা বর্জন করবে৷ তার মতে উপজেলা অা.লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি একজন তৃর্ণমুল থেকে রাজনীতি করে উঠে অাসা জননন্দীত নেতা, সাধারন মানুষের সুখে দুঃখে যাকে কাছে পেয়ে থাকে এবং শিক্ষিত, উদীমান রাজনীতিবিদ এলাকায় রয়েছে ব্যাপক জন সমর্থন থাকেই অা.লীগ মনোয়ন দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে বলে জানান৷
    সাবেক জৈন্তাপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহেদ অাহমদ বলেন- অামি মনে করি দল প্রার্থী নির্বাচনে কোন ভূল সিদ্ধান্ত গ্রহন করবে না৷ দল এমন একজন প্রার্থী নির্বাচন করবে যার বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং জনসমর্থন রয়েছে এছাড়া দলের জন্য ও দেশের জন্য কাজ করবে৷ দল যাকে যোগ্য মনে করবে অামরা তার পক্ষে কাজ করব৷
    নাম প্রকাশে কয়েকজন শিক্ষক বলেন- অামরা মনে করি অা.লীগ সব সময় তাদের সিদ্ধান্ত নিতে ভূল করেনি এবারও তার ব্যতিক্রম করবে না৷ ক্লিন ইমেজদারী এবং সাধারন জনগনের সাথে সম্পৃক্ত কোন ভাবে বির্তকিত নয় এমন প্রার্থীর হতে স্বাধীনতার প্রতিক নৌকা তুলে দিবে৷
    এব্যাপারে কথা হলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা অা.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল অাহমদ জানান- আমি আমার দলের জন্য রাজনীতি করি, আওয়ামী লীগ আমার শেষ পরিচয়, নৌকা অামার ঠিকানা। আমি বিশ্বাস করি নেতাকর্মী আর জনগণ আমার সঙ্গে অতিতে ছিলেন বর্তমানেও আছেন। তারা আমাকে পছন্দ করে, আমি তাদের মতামতের ভিত্তিতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, আমার বিশ্বাস তৃণমূল থেকে শুরু করে সবাই যদি আমাকেই নৌকার মাঝি হিসেবে মনোনীত করে ইনশাআল্লাহ নৌকার সুনিশ্চিত বিজয়ী হবে। আমি মনে করি সবাই আমাকে সহযোগিতা করবেন।
    এদিকে জৈন্তাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান- অামি দুইবার সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করে জনগনের ভালবাসা নিয়েই নির্বাচিত হয়েছি৷ নির্বাচিত হয়ে তাদের কাঙ্খিত উন্নয়ন করেছি৷ অামি অাশাবাদী এবারও জনগন তাদের ব্যালেটের মাধ্যমে অামাকে নির্বাচিত করবে৷ আমি প্রার্থী হিসেবে আছি মনোনয়নপত্রও জমা দিব। ফেয়ার নির্বাচনের পরিবেশ সৃষ্ট হয় তাহলে আমিই তৃতীয় বারের মত বিজয়ী হবো।
    উপজেলা বিএনপি একাধিক মনোনয়ন প্রত্যাসীরা জানান- হাই কমান্ড ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার বিষয়টি জানিয়েছে এজন্য অামরা প্রহশনের নির্বাচনে অংশ গ্রহন করছি না৷ তবে দল সিদ্ধান্ত পরিবর্তন করে অামাদের কাউকে মনোনিত করে তাহলে অামরা তার পক্ষে কাজ করব৷