জৈন্তাপুরে মূল প্রতিদ্বন্ধিতা করবে স্বতন্ত্রের মোড়কে বিএনপি প্রার্থীরা

0
520
জৈন্তাপুরে মূল প্রতিদ্বন্ধিতা করবে স্বতন্ত্রের মোড়কে বিএনপি প্রার্থীরা

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর,সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ৫ টি ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থীদের সাথে মূল প্রতিদ্বন্ধিতা করবে স্বতন্ত্রের মোড়কে অংশগ্রহন কারী বিএনপির প্রার্থীরা।

২০ নভেম্বর পর্যন্ত ৫টি ইউনিয়ন ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বললে এমন তথ্য উঠে এসেছে।

আব্দুল হান্নান, রফিক আহমদ, হোসেন আহমদ, মনির হোসেন, আলী মিয়া সহ একাধিক ভোটারা জানান, ২নম্বর জৈন্তাপুর ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে তারা হলেন আওয়ামীলীগের তৃর্ণমূলের ভোটে মনোনয়ন পাওয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজার (নৌকা) তারসাথে ভোট যুদ্ধে মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন (ঘোড়া) ও উপজেলা জাতীয়পাটি সমর্থীত নেতা সতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম (আনারস)।

নূর উদ্দিন, রশিদ আহমদ, ফারুক মিয়া, বদরুল ইসলাম, হুমায়ুন মিয়া, সমসির আলী সহ একাধিক ভোটারা জানান, ৩নম্বর চারিকাটা ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে তারা হলেন আওয়ামীলীগের তৃর্ণমূলের ভোটে মনোনয়ন পাওয়া সিরাজুল ইসলামের (নৌকা) তারসাথে ভোট যুদ্ধে মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা বিএনপির সমর্থীত বর্তমান ইউপি চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী শাহ আলম চৌধুরী তোফায়েল (অটোরিক্সা সিএনজি) ও জাসদ সমর্থীত নেতা সতন্ত্র প্রার্থী সুলতান করিম (দুটিপাতা)।

ফরিদ আহমদ, মোস্তফা মিয়া, মো. আব্দুল্লাহ, মোশাহিদ আলী সহ একাধিক ভোটারা জানান, ৪নম্বর দরবস্ত ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে তারা হলেন আওয়ামীলীগের তৃর্ণমূলের ভোটে মনোনয়ন পাওয়া কুতুব উদ্দিন (নৌকা) তারসাথে ভোট যুদ্ধে মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী বাহারুল আলম বাহার (আনারস) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত সতন্ত্র প্রার্থী মাওলানা মাসুদ আযহার (খেজুরগাছ)।

নাজমুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, ইব্রাহীম আলী, মদরিছ মিয়া, আলমগীর হোসেন সহ একাধিক ভোটারা জানান, ৫নম্বর দরবস্ত ইউপিতে দুইজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে তারা হলেন আওয়ামীলীগের তৃর্ণমূলের ভোটে মনোনয়ন পাওয়া রফিক আহমদ (নৌকা) তারসাথে ভোট যুদ্ধে মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা বিএনপির নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (ঘোড়া)।

সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, রিপন মিয়া, আফতাব মিয়া, সামসুজ্জামান, হোসেন আহমদ সহ একাধিক ভোটারা জানান, ৬নম্বর চিকনাগুল ইউপিতে চারজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৃর্ণমূলের ভোটে মনোনয়ন পাওয়া কামরুজ্জামান চৌধুরী (নৌকা) তারসাথে ভোট যুদ্ধে মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী এবিএম জাকারিয়া (চশমা), আ.লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ (দুটিপাতা), সতন্ত্র প্রার্থী হাফেজ মো. আব্দুল মুছাব্বির (ফরিদ) (মোটর সাইকেল)।