জৈন্তাপুরে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পত্র দাখিল

    0
    317

    চেয়ারম্যান পদে ৩৪জন,সদস্য(পুরুষ) ২৮৬ জন, সদস্য (মহিলা) ৫৫জন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মার্চ,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর প্রতিনিধিঃ ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৬টি ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে ৩৪ জন, সদস্য (পুরুষ) পদে ২৮৬ জন, এবং সদস্য (মহিলা) পদে ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

    নির্বাচন অফিস সূত্রে জানাযায়- গতকাল ২৭ মার্চ রবিবার সকাল হতে বিকাল ৫টা পর্যন্ত জৈন্তাপুরে ৬টি ইউনিয়নে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান পদে ৩৪ জন, সদস্য (পুরুষ) পদে ২৮৬ জন, এবং সদস্য (মহিলা) পদে ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

    চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং নিজপাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন- মঞ্জুর এলাহী সম্রাট (আ.লীগ), ইন্তাজ আলী (বিএনপি), আব্দুল মালিক মানিক (বিএনপি বিদ্রোহী), কবির আহমদ (সতন্ত্র), মোঃ আব্দুল্লাহ (সতন্ত্র), মোঃ জসিম উদ্দিন (সতন্ত্র), নুরুল ইসলাম (সতন্ত্র)।

    ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন- এখলাছুর রহমান (আ.লীগ), মোঃ আলমগীর হোসেন (বিএনপি), আব্দুর রাজ্জাক রাজা (আ.লীগ বিদ্রেহী), মোঃ ফখরুল ইসলাম (সতন্ত্র), হোসাইন আহমদ (সতন্ত্র), ল্যান্স নায়েক অবঃ আব্দুন নুর (জাতীয় পাটি)।

    ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন- মোঃ আইয়ুব আলী (আ.লীগ), মোঃ আব্দুল হক (আ.লীগ বিদ্রোহী), মোঃ হেলাল উদ্দিন (বিএনপি), শাহ আলম চৌধুরী তোফায়েল (বিএনপি বিদ্রোহী), মোঃ আলতাফ হোসেন বেলাল (বিএনপি বিদ্রোহী), মোঃ সুলতান কবির (সতন্ত্র), লাল মোহন দেব (সতন্ত্র)।

    ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন- কামাল আহমদ (আ.লীগ), বাহারুল আলম বাহার (বিএনপি), নুরুজ্জামান (সতন্ত্র), হাফিজ মাসউদ আযহার (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), মোহাম্মদ ছয়ফুল আলম (আ.লীগ বিদ্রোহী)।

    ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন- মোঃ রফিক আহমদ (আ.লীগ), হানিফ মোহাম্মদ (আ.লীগ বিদ্রোহী), মোঃ আব্দুর রশিদ (বিএনপি)।

    ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন- মোঃ আলী আহমদ (আ.লীগ) এবিএম জাকারিয়া (বিএনপি), মোঃ মতিউর রহমান(সতন্ত্র), আনিনুর রশিদ (আ.লীগ বিদ্রোহী), মোঃ সিদ্দিক আহমদ (স্বতন্ত্র)।

    অপরদিকে সদস্য পদে ৬টি ইউনিয়নে ২৮৬জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা পদে ৬টি ইউনিয়নে ৫৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।