জৈন্তাপুরে মোবাইল কোর্ট করে লক্ষাধিক টাকা জরিমানা 

    0
    328
    জৈন্তাপুর প্রতিনিধিঃ  ৯ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোবাইল কোর্ট পরিচালনা করে নিজপাট লামাপাড়া এলাকা হতে বিপুল পরিমান মটরশুটি ও মটর ডাল আটক করেন ৷ এসব মটর ডাল ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে জৈন্তাপুর এলাকায়  মজুদ করা হয়৷ যার কারনে দেশের অভ্যন্তরে কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে ।
    এ অপরাধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান করে ২টি মামলায় ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
    উপজেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। দেশকে ভাল বেশে, দেশের সম্পদ বিদেশে পাচার করা থেকে বিরত থাকার অাহবান জানান। নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে অভিযান পরিচালনার সময় অারও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক, এস অাই জাকির হোসেন, জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ পুলিশের বিশেষ টিম ৷
    এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় জরিমানা করি৷ কৃত্রিম সংকট তৈরী করে অবৈধ মজুদ কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান উপজেলা জুড়ে অব্যাহত থাকবে বলে জানান ৷