জৈন্তাপুরে ভাইস চেয়ারম্যান পদে ভোট পূর্ণ গণনার দাবী ৫ প্রার্থীর

    0
    284

    ২৭ মার্চ বুধবার জৈন্তাপুর উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচী

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ১৮ মার্চ সোমবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের জৈন্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে দাপ্তরিক কারচুপির মাধ্যমে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষনা করার অভিযোগ এনে ভোট পূর্ণগননার দাবী জানান অংশগ্রহনকারী ৫জন প্রার্থী।
    অভিযোগ সূত্রে যানাযায়- উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী ফলাফল জালীয়াতির অভিযোগ এনেছেন চশমা মার্কার প্রার্থী মাওলানা করিব আহমদ। তিনি অভিযোগে উল্লেখ করেন উপজেলার বেশির ভাগ কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তারা প্রার্থীদের মনোনিত এজেন্টের নিকট কেন্দ্র ফলাফল শীট না দিয়ে চলে আসেন। কিছু কেন্দ্রে ফলাফল শিট দিলেও প্রিজাইডিং কর্মকর্তার শীল কিংবা স্বাক্ষর নাই। নির্বাচন ফলাফল ঘোষনা কেন্দ্রে হতে করার প্রাক্কালে ৪৫টি কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্রে প্রায় ৩হাজার ভোটে এগিয়ে ছিলেন চশমা মার্কার প্রার্থী মাওলানা কবির আহমদ। নিয়ম অনুযায়ী প্রার্থী কিংবা প্রার্থীর প্রধান নির্বাচনি কর্মকর্তা ফলাফল ঘোষনা কেন্দ্রে উপস্থিত থাকার কথা থাকলেও চশমা মার্কার প্রার্থী মাওলানা কবির আহমদ সহ অন্যান্য প্রার্থী কিংবা প্রার্থীর প্রধান এজেন্ট কে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অপরদিকে মাইক মার্কার প্রার্থী বশির আহমদ ফলাফল কেন্দ্রে অবস্থান করছিলেন। চশমা মার্কার প্রার্থী মাওলানা করিব আহমদ বলেন- নির্বাচন পরিচালনা জড়ীতরা দাপ্তরিক কারচুপির মাধ্যমে চশমা মার্কার প্রার্থীকে পরাজিত করে মাইক মার্কার প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন। এছাড়া ঘোষনা করার প্রক্কালে আমি মৌখিক অভিযোগ জানালেও তারা বিষয়টি কর্ণপাত না করে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন।
    গত ২২ মার্চ স্থানীয় জৈন্তাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাওলানা কবির আহমদ অভিযোগ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা কারী আর ৪প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের জবাববে মাওলানা কবির আহমদ সহ ৪প্রার্থীরা জানান আমরা কেন্দ্র ভিত্তিক পূর্ণ ভোট গননার দাবী জানাচ্ছি। কেন্দ্র ভিত্তিক পূর্ণ ভোট গননা করা হলে চশমা মার্কার প্রার্থীর বিজয় হবে। তারপরও ভোট গননায় যদি ভোট চশমা মার্কার প্রার্থী হরে যান তাহলে আমরা ফলাফল মেনে নেওয়া। প্রশাসনের পক্ষ হতে ২৬ মার্চ এর মধ্যে যদি ভোট পূর্ণ গননার ব্যবস্থা না করা হয় তাহলে আগামী ২৭ মার্চ বুধবার ভোট পূর্ণ গণনার দাবীতে হাজার হাজার জনতার উপস্থিতিতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ঘোরাও করার কর্মসূচী ঘোষনা করেন।