জৈন্তাপুরে ব্যার্থ পুলিশ ও উপজেলা প্রশাসনকে প্রত্যাহারের দাবী

    0
    246
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মার্চ,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:হরিপুর বাজার মাদ্রাসার ছাত্র মুজ্জাম্মিল অালী হত্যার প্রতিবাদে জৈন্তাপুর বাজারে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত৷
    ১১ মার্চ রবিবার দুপুর ২ ঘটিকার সময় জৈন্তাপুর বাস ষ্টেশনে ঈমান অাক্বিদা সংরক্ষন কমিটির অায়োজনে ১নং লক্ষীপুর পশ্চিম অামবাড়ী মাঠে গত ২৬ ফেব্রুয়ারী ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হরিপুর বাজার মাদ্রাসার দাওরা হাদিস বিভাগের শেষ বর্ষের ছাত্র হাফিজ মাওলানা মুজ্জম্মিল অালী নিহত হন৷ নিহতের ঘটনায় জড়ীতদের গ্রেফতারের দাবী এবং অালীম উলামাদের উপর দায়ের করা ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়৷
    মানব বন্ধনে বক্তারা বলেন- মুজ্জাম্মিল অালী হত্যার ১২দিন অতিবাহিত হয়ে গেলেও জৈন্তাপুর মডেল থানা পুলিশ এখন পর্যন্ত কোন উল্লেখযোগ্য অাসামী গ্রেফতার করতে পারেনি৷ এছাড়া থানা পুলিশ অামাদের কথা দিয়েছিল অাপনারা শান্ত থাকুন অাসামীরা বাংলাদের যে কোন স্থানে থাকুক না কেন অামরা তাদেরকে গ্রেফতার করে অাইনের অাওতায় নিয়ে অাসব৷ কিন্তু তা না করে উল্টা ভন্ডদের পক্ষালম্বন করে অালিম উলামাদের উপর ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা নিয়ে হয়রানির পায়তারা করছে৷
    অামরা এই ব্যার্থ পুলিশ প্রশাসন কে জৈন্তার মাঠিতে দেখতে চাই না৷ মুজ্জাম্মিল হত্যা মামলার অাসামী গ্রেফতার করতে ব্যার্থ হন তাহলে জৈন্তার মাটি হইতে অাপনারা স্ব ইচ্ছায় প্রত্যাহার করে চলে যান৷ বক্তারা অারও হুসিয়ারী করে বলেন অাগামী ১৮ মার্চের মধ্যেই যদি এ মামালার কোন উল্লেখযোগ্য অাসামী গ্রেফতার করতে না পারেন তাহলে অাপনাদের অপসারনের দাবীতে এবং শহীদ মুজ্জাম্মিলের বিচারের দাবীতে বৃহত্তর জৈন্তাপুরকে অচল করে দেওয়া হবে৷ সময় থাকতে ব্যবস্থা নিন নতুবা জৈন্তাপুরের পরিস্থিতি অসাভাবিক হলে এর দায় ভার পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে নিতে হবে৷ মুজ্জাম্মিল হত্যার বিচার না হওয়া পর্যন্ত অামরা অামাদের ঘোষিত সকল কর্মসূচী পালন করব৷ পরে উপজেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করে ঈমান অাক্বীদা সংরক্ষন কমিটি সিলেট৷
    ঈমান অাক্বীদা সংরক্ষণ কমিটির সদস্য মাওলানা অাব্দুল ওয়দুদের পরিচালনায় এবং হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল অাহমদের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন, হরিপুর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা অাব্দুল কাদির (বাঘেরখালি), মাওলানা অালিম উদ্দিন, লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা অাব্দুল জব্বার, মাওলানা অলিউর রহমান, জৈন্তাপুর উপজেলা অাওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল অাহমদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল অালম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ অালম চৌধুরী তোফায়েল, মুফতি জিল্লুর রহমান কাসেমী, সাবেক চেয়ারম্যান মাওলানা রহমত উল্লাহ,মাওলানা কবির অাহমদ, মাওলানা অাব্দুল মালেক, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক অাহমদ, অাওয়ামীলীগ নেতা অালা উদ্দিন, জৈন্তাপুর উপজেলা অাওয়ামী যুবলীগের অাহবায়ক অানোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ যুগ্ম সম্পাদক জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা অাওয়ামী যুবলীগের যুগ্ম অাহবায়ক কুতুব উদ্দিন সহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম বৃন্দরা বক্তব্য রাখেন৷