জৈন্তাপুরে বিজিবি থেকে সুপারী ছিনতাই ৮বস্তা সুপারী সহ আটক ১

    1
    315

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮মার্চঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাইরাখেল সীমান্ত থেকে বিজিবি ১০বস্তা সুপারী আটক করে। এ ঘটনায় সংঘবদ্ধ চোরাকারবারীরা বিজিবি‘র হাত থেকে সুপারীর বস্তাগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরে বিজিবি অতিরিক্ত শক্তিবৃদ্ধি করে ৮ বস্তা সুপারী সহ ১জনকে আটক করে নিয়ে আসে। ঘটনার সংবাদ পেয়ে ৪১বিজিবি’র কমান্ডিং অফিসার ঘটনাস্থল পরির্দশন করেন।

    জানা যায় গতকাল ১৭মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার বাইরাখেল সীমান্তের ১২৯৫ সংলগ্নস্থ থেকে লালাখাল বিজিবি‘র হাবিলদার হারুনের নেতৃত্ব টহল টিম অভিযান চালিয়ে ১০ বস্তা সুপারী আটক করে। পরে আটককৃত সুপারী নিয়ে লালাখাল ক্যাম্পে যাওয়ার পথে চোরাকারবারী সদস্য বাইরাখেল গ্রামের আব্দুল খলিলের পুত্র সোহেল আহমদ(৩০) এর নেতৃত্বে বিজিবি‘র উপর হামলা চালিয়ে ১০ বস্তা সুপারী ছিনিয়ে যায়। এ ঘটনার পর পর লালাখাল বিজিবি ক্যাম্প দ্রুত বাইরাখেল এলাকায় শক্তিবৃদ্ধি করে এবং চোরাকারবারী দলনেতা সোহেলকে আটক করে। পরে বাইরাখেল গ্রামে অভিযান চালিয়ে ৮ বস্তা সুপারী উদ্ধার করে। এ দিকে আটক সোহেল এর দেওয়া তথ্য অনুযায়ী বাইরাখেল গ্রামের সিদ্দিক আলী‘র ছেলে রশিদ আহমদ(৫০), ময়না বস্তি গ্রামের হাফিজুল হকের ছেলে বাবুল হক(৫৫), বেলাল হোসেন (৩২), আমির হোসেন(২৫), একই গ্রামের রশিদ আহমদ‘র ছেলে শাহিন আহমদ (৩০), একই গ্রামের হাসিমুল হকের ছেলে নুর আহমদ(৩৫), বাইরাখেল গ্রামের মতিউর এর ছেলে ফয়সল(২০), নাজিমুল হক (২২),একই গ্রামের মসদ্দর আলীর ছেলে লায়েক আহমদ (২৫), গুয়াবাড়ী গ্রামের মুক্তার আহমদ‘র ছেলে রুবেল আহমদ(২২), জুনেদ হোসেন(২০)কে আটকের চেষ্টা করে বিজিবি।

    এ ঘটনার সংবাদ পেয়ে বিকাল ৪টায় বিজিবি ৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল শাহ আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সুরাইঘাট কোম্পানি কমান্ডার নুর আক্তার, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার সুরেন্দ্র, দরবস্ত ইউ/পি চেয়ারম্যান কামাল আহমদ, ইউপি সদস্য আব্দুস শুক্কুর।

    বিজিবি ৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল শাহ আলম চৌধুরী বলেন- আটক সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত সোহেল বিজিবি‘র হাতে আটক রয়েছে।