জৈন্তাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল সম্পন্ন

    0
    298

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুলাই,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেতা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭ ফাইন্যাল খেলা সম্পন্ন।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেতা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৭ জৈন্তাপুর উপজেলা ৭২টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। সকল বাঁধা অতিক্রম উপজেলা পর্যায়ে ৪টি বিদ্যালয় ফাইন্যল খেলার গৌরব অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৭ ফাইন্যাল খেলার দিগারাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে চিকনাগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে জেলা পর্যায়ের জন্য খেলার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৭ ফাইন্যাল খেলার রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কে লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে জেলা পর্যায়ের জন্য খেলার গৌরব অর্জন করে।

    ফাইন্যাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বিজয়ী দল দিগারাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে বিজয়ী রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের হাতে উপজেলা পর্যায়ের বিজয়ী পুরস্কার তুলে দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী মতি জয়মতি রানী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ জাকির হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হানিফ মোহাম্মদ, কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মালিক, আলতাফুর রহমান, জসিম উদ্দিন, মনির আহমদ, আব্দুল মান্নান।