জৈন্তাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রী ইমরান আহমদের শ্রদ্ধা

    0
    240

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এম.পি।

    জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রবাসী কল্যাল ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এম.পি নেতৃত্বে বিশাল শোকর‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রঙ্গনে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এম.পি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, বাংলাদেশ আওয়ামীলীগ জৈন্তাপুর উপজেলা শাখা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জৈন্তাপুর উপজেলা শাখা, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

    সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলাইমান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এম.পি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার লুৎফুর রহমান লেবু, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, জাতীয় শ্রমিক লীগের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ফারুক আহমদ।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপদক্ষ্য শাহেদ আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের পরিচালানা কমিটির সভাপতি হোলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোঃ নূরুল্লাহ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিন, শাহিন আহমদ, জাতীয় শ্রমিক লীগের জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আমিন উদ্দিন, যুগলীগ নেতা সুমন আহমদ, এবাদুর রহমান, নিক্সন রায়, নিরমল দেবনাথ, আব্দুল খালিক মহল্লাদার, রুবেল শরিফ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজ, দেলোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন।