জৈন্তাপুরে বই উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান

    0
    244

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০১জানুয়ারী,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর প্রতিনিধিঃ  সিলেটের জৈন্তাপুরে সারাদেশের ন্যায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন৷ জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে অাব্দুল জলিলের পরিচালনায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য ইমরান অাহমদ অানুষ্ঠানিক ভাবে উপজেলার বই বিতরণ উৎসবের কার্যক্রম উদ্বোধন করেন৷

    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান অাহমদ এমপি বলেন- ”পরিপুর্ণ মানুষ হওয়ার জন্য বই পড়ার বিকল্প নেই৷ কোমলমতি শিক্ষার্থীদের শৈশবকে রঙ্গিন করতে পাঠ্য বইয়ের বিকল্প নেই। নতুন বইয়ের ঘ্রাণ চিনতে এখন আর ভুল হয় না শিক্ষার্থীদের। বছরের শুরুতে সরকার
    বিনামুল্যে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করাকে বর্তমান সরকারের একটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছে৷ এখন দিন বদলে গেছে। পুরাতন ছেড়া-কাটা বইয়ের দিন শেষ। বছরের শুরুতেই বিনামূল্যের নতুন বই সন্তানের হাতে দেখে খুশী হন সন্তানের বাবা-মা। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আলোর দিশারী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যই”। তিনি গতকাল ১লা জানুয়ারী সোমবার সকাল ৯টায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসব উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য একথা গুলো বলেন৷
    অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনূল জাকির, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মঞ্জুর এলাহী সম্রাট, বাহারুল অালম বাহার, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অানোয়ার হোসেন, ইমরান অাহমদ মহিলা ডিগ্রী কলেজের উপাধক্ষ্য জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ অাহমদ, সাবেক সভাপতি ফয়েজ অাহমদ, সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুল কাদির, জৈন্তাপুর উপজেলা যুবলীগের অাহবায়ক অানোয়ার হোসেন, যুগ্ম অাহবায়ক কুতুব উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ উপজেলা অাওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধগণ উপস্থিত ছিলেন৷