জৈন্তাপুরে পুলিশের সচেতনতা মূলক প্রচারাভিযান

    0
    235
    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তপুর মডেল থানার অায়োজনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে বিশেষ প্রচারাভিযান করেন৷ ইভটিজিং, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিষয়ে প্রচারাভিযান করেন৷ প্রচারাভিয়ানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র এ.এস.পি কানাইঘাট সার্কেল মোঃ অাব্দুল করিম বক্তব্য রাখেন৷ এসময় অারও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির৷ ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রচারাভিযান করা হয়৷ সার্কেল এএসপি অারও বলেন- কোন শিক্ষার্থী বাড়ী থেকে বিদ্যালয়ে অাসার পথে যদি কোন ব্যক্তি টিট করে সঙ্গে সঙ্গে জৈন্তাপুর থানার সংবাদ কিংবা সার্কেল এএসপি হিসাবে অামাকে ফোন দিবেন তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে৷ এছাড়া উপজেলায় কোন জঙ্গী অাস্তানা, মাদক অাস্তানা সহ অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড পরিলক্ষিত হলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অাহবান জানান৷ এছাড়া পুলিশে হট লাইন নাম্বার ৯৯৯ এ কল করার অনুরোধ জানান৷