জৈন্তাপুরে পুরুষ বিহীন মুক্তিযোদ্ধা পরিবারে হামলার প্রধান আসামী আটক

0
542
জৈন্তাপুরে পুরুষ বিহীন মুক্তিযোদ্ধা পরিবারে হামলার প্রধান আসামী আটক

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুরুষ বিহীন মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় প্রধান আসামী ট্রাক চালক জামাল হাজিরা দিতে গিয়ে আটক হয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২১ ইং তারিখ সোমবার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত আশরাফ আলীর জমি জবর দখলের উদ্দেশ্য পরিবারের স্ত্রী ও দুই মেয়ের উপর হামলা চালায় প্রভাবশালী ট্রাক চালক মো. জামাল আহমদ নেতৃত্বে হামলা করে এঘটনায় বৃদ্ধ স্ত্রী সহ দুই মেয়ে আহত হন।
১৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালত ও আমল গ্রহণকারী ৬নং আদালত আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক অঞ্জনকান্তি দাস ন্যাক্কার জনক ঘটনার দায়ে মামলার প্রধান আসামী ট্রাক চালক মো. জামাল আহমদকে হাজতে প্রেরণের নির্দেশ দেন।

হামলাকারী ট্রাক চালক জামাল আটকের ঘটনায় জৈন্তাপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা পরিবারসহ এলাকাবাসী জানান, দীর্ঘদিন হতে জামাল মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এনিয়ে পূর্বে একটি মামলায় আদালতে লিখিত দিয়ে সে অব্যাহতি পায়। মুক্তি পাওয়ার পর পুনরায় পুরুষ বিহীন মুক্তিযোদ্ধা পরিবারে হামলা করে। হামলাকারী ট্রাক চালক মো. জামাল আহমদের কঠিন ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। যাহাতে অন্যকেউ এমন ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে।