জৈন্তাপুরে ধর্ষনচেষ্টাকারীসহ ২চেরাকারবারী আটক

    0
    168

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেট জৈন্তাপুর মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান করে ২ ভারতীয় মোবাইল ফোন চোরাকারবারী আটক এবং ১জন ধর্ষনের চেষ্টাকারী আটক। ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার।
    পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ মঙ্গলবার পোনে ১টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার আওতাভুক্ত ট্রাফিক পুলিশ সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রীজ সংলগ্ন এলাকায় চেক পোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী করে। তল্লাশী চলাকালে ২ ব্যাক্তি পুলিশ দেখে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চলে যাওয়া দেখে ট্রাফিক পুলিশ সন্দেহ হলে তাদেরকে আটক করে দেহ তল্লাশী চালিয়ে চোরাই পথে ভারত হতে নিয়ে আসা ৬টি মোবাইল ফোন উদ্ধার করে এবং তাদেরকে আটক করে।

    আটকৃতরা হল কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুরের বাসিন্ধা এবং বর্তমান গোয়াইনঘাট উপজেলার মামার দোকান এলাকার মোঃ আবুল হাশেম‘র ছেলে মোঃ আলা উদ্দিন আল মামুন(২৭), গোয়াইনঘাট উপজেলার জাফলং কালিনগর গ্রামের মোঃ শফিক মিয়া‘র ছেলে মোঃ শাকিল মিয়া(২০)। আটককৃদের বিরোদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে (মামলা নং- ১০, তারখিঃ ১০/০৩/২০২০খ্রিঃ)।
    গত ১০ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টায় নিজপাট ইউনিয়নের লক্ষীপ্রসাদ হাওর গ্রামে বাদীর নিজ বসত ঘরের দরজা খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রাম‘র মৃত আফতার আলী‘র ছেলে ফয়সল আহমদ (২৭)।

    এঘটনায় বাদী জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগটি জৈন্তাপুর থানা পুলিশ মামলা হিসাবে গ্রহন করে (মামলা নং-১১, তারিখ: ১১/০৩/২০২০খ্রিঃ)। মামলার সূত্র ধরে ১১মার্চ বিকাল পোনে ৫টায় গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রাম‘র মৃত আফতার আলী‘র ছেলে ফয়সল আহমদ (২৭)কে আটক করে।
    জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, জৈন্তাপুর থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সার্বক্ষনিক অপরাধ নিয়ন্ত্রনে করতে টিম জৈন্তাপুর প্রস্তুত রয়েছে।

    ভারতীয় চোরাই পণ্য নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট বিজিবি‘র উর্দ্বতন কর্মকর্তা নজরদারি আরও ব্যপক ভাবে বৃদ্ধি করার প্রয়োজন। আটককৃত তিনজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।