জৈন্তাপুরে জুয়া’র আস্তানায় হতে ১০ জুয়াড়ী আটকঃঅর্থদন্ড

    0
    236

    “সিলেটের জৈন্তাপুরে জুয়া’র আস্তানায় পুলিশের হানা, ১০জুয়াড়ী আটক, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫হাজার করে অর্থদন্ড, অনাদায়ে ৭দিনের কারাদন্ড”

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০২মে,রেজওয়ান করিম সাব্বিরঃ পুলিশ ও এলাকাবাসী সূত্রে যানাযায় দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলার নিজপাট পুকুরপাড় এলাকায় মনু মঞ্জিলের নীচ তলার দোকান কোঠা ভাড়া নিয়ে মোঃ বাবুল মিয়া ও আব্দুল খালিক নামের দুই জোয়াড়ী দিন রাত সমান ভাবে জুয়া খেলা ও তীর খেলা পরিচালনা করছে। সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইস ফোন ব্যবহার করে “জান্ডি মুন্ডা” নামক জুয়া বোর্ড পরিচালনা করে এলাকার উঠতি বয়সী তরুন সমাজকে ধ্বংস করছে। জৈন্তাপুর মডেল থানা পুলিশ চক্রটি ধরতে নানা ধরনের কৌশল অবলম্বন করে গত ৩০ এপ্রিল রবিবার গোপন সংবাদের ভিত্তিত্বে সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির এর নির্দেশে পুলিশের ১৫/২০জনের বিশেষ টিম মনু মঞ্জিলে অভিযানে নামে।

    অভিযান পরিচালনা কালে তারা ১০জুয়াড়ীতে হাতে নাতে আটক করে। অভিযান পরিচালনা কালে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। তারা পুলিশের অভিযানকে ধন্যবাদ জানায় এবং জুয়াড়ীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে। আটককৃত জুয়াড়ীরা হল কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে রাজন আহমদ(২৭), জৈন্তাপুর উপজেলার লামনীগ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোঃ বিল্লাল আহমদ(৩৫), বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে মোঃ শাহীন আহমদ(২৫), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শাহীন আহমদ(২২) একই গ্রামের ইরফান আলীর ছেলে মারফত আলী(৪৫), বাউরভাগ কান্দি গ্রামের জুনায়েদ আলীর ছেলে সাহাব উদ্দিন(৫৬), মুক্তাপুর গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে নুর উদ্দিন(৪৫), নিজপাট যশপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে মোঃ কালা মিয়া(৩০), নিজপাট নয়াবাড়ী গ্রামের আব্দুল হালিমের ছেলে মোঃ রনি(২৫) সহ জুয়াবোর্ড এর মালিক জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল (তেতইরতল) গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ বাবুল মিয়া (৫০)।

    গতকাল সকাল ১লা মে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সুহেল মাহমুদের কার্যলয়ে ভ্রাম্যমান আদালতে ধৃত ১০জুয়াড়ীকে হাজির করে পুলিশ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট সুহেল মাহমদ প্রত্যেক জুয়াড়ীকে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন অনাদায়ে ৭দিন করে কারাদন্ড প্রদান করেন।

    এবিষয়ে অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করি। জৈন্তাপুরের অপরাধ নিমূলে পুলিশের অভিযান নিয়মিত অভ্যাহৃত আছে এবং থাকবে। জৈন্তাপুরের অপরাধ নিমূলে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।