জৈন্তাপুরে জামান-সেলিম গ্রুপের সংঘর্ষঃপুলিশ মোতায়েন

    0
    263

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জুলাই,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের প্রক্কালে জামান ও সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় ১০-১৫জন আহত, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন।
    জানা যায় ২১ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ঘটিকার সময় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নিজপাট ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সভা আহবান করে ছাত্রদল। যথা সময়ে উভয় গ্রুপের সদস্যরা জৈন্তাপুর রাজকুমারী ইরাদেবী মিউজিয়ামবাড়ীতে সমবেত হতে থাকে। একপর্যায় উভয় গ্রুপের মধ্যে কথাকাটাকাটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভা স্থলের শতাধিক চোয়ার ভাংচুর করে উভয় গ্রুপের নেতাকর্মীরা। ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছে বিশ^স্ত সূত্র জানায়। ভাংচুর শেষে জামান সমর্থিত গ্রুপের সদস্যরা শ্লোগান দিয়ে জৈন্তাপুর বাজারে মিছিল করে।
    এদিকে সংঘর্ষের সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম এসে ঝটিকা অভিযান শুরু করলে উভয় গ্রুপের নেতাকর্মীরা পালিয়ে যায়। এঘটনায় উভয় গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
    এবিষয়ে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাছির উদ্দিন জানান- জুনিয়র ২ছেলেদের মধ্যে কথাকাটাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আমারা তাদের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান করি। এমতাবস্থায় পুলিশ চলে এলে ছত্র ভঙ্গ হয়ে যায়।