জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও পোনা অবমুক্ত

    0
    289

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জুলাই,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: “মাছচাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে জৈন্তাপুর উপজেলা সদরে বর্ণঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়।
    আজ ১৯ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হতে “মাছচাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ” শ্লোগানে বর্ণঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ সংলগ্ন পুকরে মাছের পোনা অবমুক্ত করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম. খালেকুজ্জামান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন (এল.এল.বি), বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিরাজুল হক, বিয়ামল্যাব. স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা সরাফত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া।

    স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম. খালেকুজ্জামান বলেন- বর্তমান বিশ্বে বাংলাদেশ মৎস্য উৎপাদনে ৪র্থ স্থানে রয়েছে। বতমান সরকারের আমলে মৎস্য দেশের ক্রমবর্ধমান চাহিদার মিটিয়ে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। সরকার মাছ চাষে সকল আধুনিক পদ্ধতিতে মাছ চাষের গুরুত্বারুপ তুলে ধরে সবাইকে মাছ চাষের আহবান জানান। পরে জৈন্তাপুর উপজেলার মাছ চাষীদের মধ্যে বিশেষ অবধান রাখার জন্য ফরিদ উদ্দিন আহমদ, মিফতা-উল-উলুম, রফিক আহমদ কে উপজেলা পর্যায়ের মৎস্য পুরস্কার ২০১৭ তুলে দেন।