জৈন্তাপুরে চাইল্ড হেল্পলাইন “১০৯৮” ওরিয়েন্টেশন কর্মশালা

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫ফেব্রুয়ারি,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি: জৈন্তাপুরে শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন “১০৯৮”এর ওরিয়েন্টেশন কর্মশালা ২৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে অনুষ্টিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার এ.কে.আজাদ ভূইয়ার স ালনায়, সমাজসেবা কার্যালয় জৈন্তাপুর ও সমাজসেবা মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর’র যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।

    বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রাণী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি আব্দুল হালিম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম.রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, শাহজাহান কবির খাঁন, স্কুল শিক্ষিকা মরিয়ম বেগম সুমা, জৈন্তাপুর মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফফার, সহকারী কৃষি কর্মকতা রেজাউল ইসলাম, এনজিও কর্মি নন্দিতা রায়, কিশোরী বৈশাখী রাউৎ, ইমাম সমিতির সভাপতি হাফিজ সামছুল আলম, সামাজ সেবা কর্মকর্তা শাহ আলম বেপারী, আলতাফুর রহমান প্রমুখ।