জৈন্তাপুরে কুলাঙ্গার পূত্রের দেওয়া আগুনে নিঃস্ব হল ৫টি পরিবার

    1
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মার্চ,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুরে কুলাঙ্গার পূত্রের দেওয়া আগুনে নিঃস্ব হল ৫টি পরিবার। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ৫হাজার টাকা করে আর্থিক অনুদান দিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসার। এদিকে গ্রামবাসী পুলিশ সোপর্দ্দ করল কুলাঙ্গার মুমিন কে।
    গ্রামবাসী সূত্রে জানাযায়- গত ১৯মার্চ বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে কুলাঙ্গার বখাটে ছেলে মুমিনকে মা পাড়ার মেয়ের সাথে গোপন আলাপে বাঁধা দেওয়া কারনে মা-বাবা ও আত্মীয় স্বজনকে শিক্ষা দেওয়ার নামে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় মুহুত্বের মধ্যে ছাতার খাই গ্রামের ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা করা যায়নি পাঁচটি পরিবারের কোন মালামাল। গ্রামবাসীদের ধারনা ৫টি পরিবারে নগদ টাকা সহ প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অপর দিকে গতকাল বাদ জুম্মা এলাকাবাসী একত্রিত হয়ে কুলাঙ্গার উপজেলার ছাতার খাই গ্রামের মাহমুদ আলীর ছেলে মুমিন মিয়া(২৫) কে পুলিশের কাছে ধরিয়ে দেন।
    এঘটনার সংবাদ পেয়ে গতকাল ২০মার্চ বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক গোলাম সারওয়ার বেলাল, সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর পরিচালক সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর আঞ্চলিক পরিচালক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহজাহান কবির খাঁন ঘটনাস্থল পরির্দশন করেন। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জয়তুন নেছা(৭০) জয়নব বেগম(৪৫), আব্দুর রব(৫৫), আব্দুল কালাম(৩৫), হেলাল আহমদ(৩৫) এর পরিবারে নগদ ৫ হাজার টাকা করে মোট ২৫হাজার টাকা তুলে দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার খালেদুর রহমান।