জৈন্তাপুরে ইমরান আহমদ সরকারি কলেজে ভিত্তি প্রস্তর

    0
    230

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার নারী শিক্ষা বিস্তারের একমাত্র প্রতিষ্টান ইমরান অাহমদ সরকারি মহিলা কলেজ৷ কলেজটি প্রতিষ্টার পর হতে পিছিয়ে পড়া এ অঞ্চলের নারী শিক্ষার অালো প্রসারিত হয়েছে৷

    স্থানীয় সংসদ সদস্যের ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্টানটি তার সুনাম ধরে রাখছে৷ ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং মান সম্পন্ন শিক্ষার অালো পৌঁছার লক্ষে ৪তলা বিশিষ্ট অাইসিটি ভবনের ভিত্তি প্রস্তরের মাধ্যমে প্রতিষ্টানটি অারও একধাপ এগিয়ে যাবে৷

    ১১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অত্র কলেজের প্রতিষ্টাতা সিলেট ৪ অাসনের শিক্ষা বিস্তারের অন্যতম অালোক বর্তিকা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান অাহমদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪তলা বিশিষ্ট অাইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন৷

    এসময় অারও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল অাহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, ইমরান অাহমদ সরকারি কলেজের প্রিন্সীপাল ড. এনামুল হক সরদার, ভাইস প্রিন্সীপাল শাহেদ অাহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মইনুল জাকির, জৈন্তাপুর চেয়ারম্যান এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাতাউর রহমান বাবুল।

    আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা অাওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুল কাদির, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, অাওয়ামীলীগ নেতা অালা উদ্দিন, নজরুল ইসলাম, মোস্তফা মিয়া, অাব্দুল মন্নান, জৈন্তাপুর উপজেলা অাওয়ামী যুবলীগের যুগ্ম অাহবায়ক কুতুব উদ্দিন, শাহীন অাহমদ, ছাত্রলীগ নেতা শাহীন অাহমদ, মাহবুবুর রহমান সবুজ, কুতুব উদ্দন এছাড়া অারও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকাসহ জৈন্তাপুর উপজেলা অাওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা৷

    অপরদিকে দুপুর সাড়ে ১২ জৈন্তাপুর তৈয়ব অালী ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট অাইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি৷