জৈন্তাপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪জন কারাগারে

    0
    218

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ মহানগর হাকিম আদালত-২ এ বিশেষ ক্ষমতা আইনের মামলা নং-৪/২০১৩ যা দক্ষিন সুরমা থানার মামলা নং-০৩, তারিখ ৪ জুলাই ২০০৮ এবং দক্ষিন সুরমা থানার জি আর মামলা নং-১৫৩/২০০৮ হতে উদ্ভুত মামলায় বিগত ১২ আগষ্ট ২০১৮ তারিখ বিশেষ ট্রাইব্যুনাল নং-২, মহানগর, সিলেটের বিচারিক মমিনুন নেছা স্পেশাল পাওয়া এ্যাক্ট ১৯৭৪ এর ২৫(বি) (১)(বি) ধারায় অত্র মামলার আসামী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান লামা শ্যামপুর গ্রামের আহমদ আলীর ছেলে মোঃ আব্দুর রশিদ, একই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন, হেলাল আহমদ এবং দলইপাড়া (লামা শ্যামপুর) গ্রামের মোঃ আয়াত উল্যার ছেলে মোঃ আব্দুল্লাহকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে৷

    এই মামলায় গতকাল ১৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় আসামী পক্ষ বিচারিক আদালতে আত্মসমর্থন করে জামিন আবেদন করে৷ আদালত জামিন নামঞ্জুর করে ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সহ ৪জন কে কারাগারে প্রেরণ করে৷

    প্রসঙ্গঃ ২০০৮ সনে দিবাগত রাত ২টায় সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজার বিশ্ব রোডে চেক পোষ্ট বসিয়ে রাত সাড়ে ৩টায় তল্লাশী চালিয়ে সিলেট-ট-১১-০০৭৭ ট্রাক আটক করে ৪৪ বস্তা ভারতীয় আমাদানী নিষিদ্ধ নাসির উদ্দিন পাতার বিড়ি আটক করে৷ সেই মামলাটি দীর্ঘ শুনানী শেষ আদালত রায় ঘোষনা করে।