জৈন্তাপুরের গোল মরিচ চাষের উপযোগীঃযুগ্ম-সচিব

    0
    250

     জৈন্তাপুর প্রতিনিধিঃ  বারী গোল মরিচ-১ আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক কৃষি প্রশিক্ষণ-২০১৯ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রনালয়ের গবেষনা অনুবিভাগের যুগ্ম-সচিব, বলাই কৃষ্ণ হাজরা বলেন- সিলেট বিভাগের প্রতিটি অ ল পাহাড় টিলা ও বৃষ্টিপাত হওয়ায় এই অ লে গোল মরিচ চাষের জন্য উপযোগী। স্থানীয় কৃষকরা যদি অন্যান্য ফসলের পাশাপশি নিজ নিজ বাগানে গোল মরিচ চাষবাদ করেন তাহলে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। এজন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। এক্ষেত্রে কৃষদের বিভিন্ন ভাবে ভতুর্কির ব্যবস্থা চালু করা হবে বলে তিনি আশ্বস্থ করেন প্রশিক্ষণার্থীদের।
    ২৭ জুলাই শনিবার বিকাল ৩টায় সাইট্রাস গবেষনা কেন্দ্র জৈন্তাপুরের আয়োজনে ও বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষনা জোরদার করন প্রকল্প বিএআরআই জয়দেবপুর গাজীপুরের অর্থায়নে বারী গোল মরিচ-১ আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক কৃষি প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠানে সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটর চন্দ্র সরকারের স ালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের গবেষনা অনুবিভাগের যুগ্ম-সচিব বলাই কৃষ্ণ হাজরা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহা পরিচালক ড. বীরেশ চন্দ্র কুমার গোস্বামী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট কৃষি গবেষনা কেন্দ্রের অতিরিক্ত পরিচালক মোঃ শাহজাহান, সাট্রাস গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মধ্যে গোলমরিচ ও তেজ পাতার চারা বিতরন করেন।