জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নড়াইলে ব্যতিক্রমি উদ্বোধন

0
1272
মহামারি করোনার কারণে সবাই যখন হতাশাগ্রস্থ,এই দুঃসময়ে ঘরে বসে থাকা ছাত্র ও যুবক শ্রেনীকে হতাশামুক্ত ও প্রাণোচ্ছল রাখার জন্য নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান উদ্বোধন করলেন “ আলোর সহযাত্রী” নামে ব্যতিক্রমি বই বিতরণ কর্মসুচির ।
মহামারি করোনার কারণে সবাই যখন হতাশাগ্রস্থ,এই দুঃসময়ে ঘরে বসে থাকা ছাত্র ও যুবক শ্রেনীকে হতাশামুক্ত ও প্রাণোচ্ছল রাখার জন্য নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান উদ্বোধন করলেন “ আলোর সহযাত্রী” নামে ব্যতিক্রমি বই বিতরণ কর্মসুচির ।

সুজয় বকসী, নড়াইল প্রতিনিধিঃ মহামারি করোনার কারণে সবাই যখন হতাশাগ্রস্থ,এই দুঃসময়ে ঘরে বসে থাকা ছাত্র ও যুবক শ্রেনীকে হতাশামুক্ত ও প্রাণোচ্ছল রাখার জন্য নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান উদ্বোধন করলেন “ আলোর সহযাত্রী” নামে ব্যতিক্রমি বই বিতরণ কর্মসুচির । আজ বুধবার ২৮ জুলাই ২০২১ ইং তারিখ বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
১ শতাধিক ছাত্র ও যুবকদের মাঝে এ বই বিতরন করা হয়। পরবর্তিতে এর সংখ্যা বৃদ্ধিকরে ৫ শতাধিক করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,জেলা গণগ্রন্থগারের কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,সাবেক অধ্যক্ষ রওশন আলী বয়াতি, মোঃ শেখ হানিফ,জেলা প্রশাসনের কর্মকর্তা,সরকারি কর্মকর্তা, সাংবাদিক , শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মহামারি করোনার এই দুঃসময়ে সবাই যখন হতাশাগ্রস্থ,তখনই ঘরে বসে থাকা, সান্ধ্যকালীন আড্ডা দিয়ে বেড়ানো বা সময় অপচয় করছে সে সব বেকার যুবক/যুবতি দের মন মানশিকতার পরিবর্তন আনার জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রথম অবস্থায় ৫ শত বই দিয়ে এ কার্যক্রম শুরু করা হল। আমরা চাই তারা এই বই পড়ে বইটি সম্পর্কে জানুক,মন মানশিকতার পরিবর্তন আনুক, তারা যেন আড্ডা মেরে, মোবাইলে গেম খেলে সময় নষ্ট না করে, মাদক থেকে দুরে থাকে ।