জুড়ী উপজেলা উপ-নির্বাচনে গুলশানারা মিলি নির্বাচিত

    1
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ,আলী হোসেন রাজনঃ জুড়ী উপজেলা উপ নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান এমএ মুহিত আসুকের স্ত্রী আওয়ামীলীগের (সমাজকল্যাণ মন্ত্রী সর্মথিত) গুলশানারা মিলি ২২ হাজার ৪শত ৫৫টি ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত আসুক এর স্ত্রী। তার নিকটতম আওয়ামীলীগের তৃণমূলের প্রার্থী (হুইপ সমর্থিত) মো: বদরুল হোসেন পেয়েছেন ১১ হাজার ৭শত ৬৩ টি ভোট। বিএনপি’র মো: গিয়াস উদ্দিন পেয়েছেন ১১৫৭৬ ভোট ,বিএনপি’র হোসনে আরা বেগম পেয়েছেন ২১৯৭,ভোট,তাজুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ২৩২ভোট।

    জুড়ী উপজেলার ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মুহিত আসুক ২০১৪ সালের ২১ নভেম্বর ইন্তেকাল করায় এ আসনটি শূন্য হয়। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম জুড়ী উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণার করেন।

    নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় জুড়ী উপজেলা নির্বাচনে ৬টি ইউনিয়নের ৩৮টি ভোট কেন্দ্রে উপজেলায় মোট ৮৯ হাজার ৪শত ১জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৫হাজার ৫শত ১৩জন এবং মহিলা ভোটার ৪৩ হাজার ৮শত ৮৮জন।

    ভোট কেন্দ্র গুলোতে মোট বুথের সংখ্যা ছিল ২৩৬টি।ভোট গ্রহনের জন্য ৭৪৬ জন প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা তাদের দ্বায়িত্ব পালন করছেন। কাসটিংভোট ৫৬.৯৮ পারসেন্ট।