জুড়ী অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    0
    220

    সভাপতি,জালাল,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান  

    জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ বুধবার (১ জানুয়ারী) জাঁকজমকপূর্ণ বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
    জুড়ী অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দিন। জুড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মনিরের সাবলীল উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, নির্বাচন কমিশনার এড আনোয়ারুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজিবন দাতা সদস্য জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,  নির্বাচন কমিশনার ও জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা হাজী মোঃ মুজিবুর রহমান মুজিব, জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম, জুড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দুদক জুড়ী শাখার সম্পাদক ইমরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক এবিএম নুরুল হক, সাবেক সাধারন সম্পাদক এম এম সামছুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানের ২য় পর্বে নির্বাচন কমিশন জুড়ী অনলাইন প্রেসক্লাবের ২০২০-২০২২ শেষনের পূর্নাঙ্গ নতুন নির্বাচিত কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করেন।
    সভাপতি পদে এস এম জালাল উদ্দিন, সিনিঃ সহসভাপতি জাকির হোসেন মনির, সহসভাপতি কামরুল হাসান পলাশ, নাজমুন নাহার।
    সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান খান, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সবুর, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা উদ্দিন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়ছল মাহমুদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদুর রহমান।
    দপ্তর সম্পাদক পদে জালালুর রহমান, সহ দপ্তর সম্পাদক আশফাকুর রহমান মুবিন, কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ আছাদ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পদে মাইকেল নংরুম, সহ সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (১)।
    তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জায়েদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালেক সানী, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সমাজ সেবা সম্পাদক শাহ- এমরান মিরন।
    সম্মানিত সদস্য আব্দুর রহমান শাহীন, ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল, ডাঃ এম এ তাহের, ডাঃ আব্দুল হান্নান, আবুল কালাম আজাদ, তৈমুর হাসান আপলু, আবুল খায়ের সাইমন, সাইফুল্লাহ হাসান, এ আর সাজেদ, তুলি রানী দাস, নিতু রুদ্র পাল, মাহবুবুর রহমান মাহবুব, জহিরুল ইসলাম, মেহেদী হাসান (২), রাজিব প্রজাপতি, আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম, আহমদ আলী, আনোয়ার হোসেন মঞ্জু, খোরশেদ আলম, শাহীন আহমদ, রিপন পাল ও হাফিজুল ইসলাম প্রমূখ।
    জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজিবন দাতা সদস্যের নাম ঘোষনা করা হয়। আজিবন দাতা সদস্য হিসেবে জুড়ী উপজেলা পরিষদের প্রতিষ্ঠা কালীন সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মুজিবুর রহমান মুজিব, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন লেমনকে ক্লাবের দাতা তালিকাভুক্ত করা হয়।
    ২০২০-২০২২ পূর্নাঙ্গ কার্যকরী কমিটির উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এড আনোয়ারুল ইসলাম।  উপদেষ্টা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোঃ মুজিবুর রহমান মুজিব, সালেহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান, এড. আনোয়ারুল ইসলাম, এড. শওকতুল ইসলাম চৌধুরী, কবি, সাংবাদিক হাসনাইন সাজ্জাদী,  ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,  জায়ফরনগর ইউপির চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাংবাদিক কলামিস্ট জায়েদ আনোয়ার চৌধুরী,  সাংবাদিক সংগঠক ইমরুল ইসলাম প্রমূখ।