জুড়ীর আল-ফালাহ ইসলামিক একাডেমিতে এ প্লাস ২৮টি

    0
    227

     

     

     

     

    এম এম সামছুল ইসলামঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আল-ফালাহ ইসলামিক একাডেমি ২৮টি এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে।

    তন্মধ্যে আল-ফালাহ ইসলামিক একাডেমি জুড়ী শাখায় ১১টি ও গোয়াবাড়ী শাখায় ১৭টি এ প্লাস পেয়েছে। এছাড়া জুড়ী শাখায় এ ২৩টি, এ মাইনাস ১টি, বি ৪টি ও সি ২টি। গোয়ালবাড়ী শাখায় এ ২০টি, এ মাইনাস ১টি, বি ১টি ও সি ৩টি সহ শতভাগ ফলাফল অর্জন করেছে উভয় শাখা। গোয়ালবাড়ী শাখায় এ প্লাস প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা হলো: ১। সালমান আহমদ রিপাত, ২। তাহমিদ হোসেন সামীন, ৩। আবু হানিফ ফাহাদ, ৪। তানজিল আহমদ আকিফ, ৫। আবুল কাসিম তানজিম, ৬। মো: জাফর উদ্দিন, ৭। মো: সালমান আহমদ, ৮। নাহিমা ইসলাম নুহা,৯। আহসানা ইসলাম তানিসা, ১০। মোছা: সামিয়া ইসলাম, ১১। মোছা: তাসকিয়া (রিমু), ১২। মাহিশা সুলতানা, ১৩। মহসিনা জান্নাত, ১৪। রাইসা জান্নাত সাজেদা, ১৫। নুসরাত জাহান, ১৬। সারা আক্তার, ১৭। জাকিয়া সুলতানা।

    জুড়ী শাখার প্রধান শিক্ষক আজিম উদ্দিন ও গোয়ালবাড়ী শাখার প্রধান শিক্ষক মো: শামছুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শতভাগ ফলাফল অর্জন করে উপজেলায় প্রথম স্থান অর্জন করেতে পেরেছি।