জুড়ীতে ১০০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

    0
    196
    হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধিঃ বিশ্বব্যাপী করোনায় ভাইরাস (কোবিড-১৯) মহামারী আকার ধারণ করেছে, করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও কর্মহীন মানুষ। কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন পূর্ব জুড়ী ইউনিয়নের ছোটধামাই গ্রামের মেগা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী প্রবাসী উষা বাবু সিংহ।
    আজ(রবিবার১২ এপ্রিল) সকাল ১০টায় জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন কমপ্লেক্স এর সম্মুখে খাদ্য সামগ্রী বিতরণ করেন।ছোট ধামাই ও মালীপাড়া এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০০ প্যাকেট খাদ্যসামগ্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
    উষা বাবু জানান, করোনা প্রাদুর্ভাবে দেশের ক্রান্তিলগ্নে অসহায়, কর্মহীন মানুষের পাশে আমার পরিবারের সহযোগিতায় ১০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি। আমরা সেসব কর্মহীন অসহায় পরিবারের সবাইকে বলতে চাই, আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা কোন ত্রাণ কিংবা সাহায্য নয়, আমরা আপনাদের সন্তান হয়ে পাশে আছি।
    খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নীল বাবু সিংহ, প্রধান শিক্ষক রন্জিত সিংহ, উষা বাবু সিংহের মাতা নানা দেবী সহ আরো অনেকেই।