জুড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি অফিস করছেন নৌকায়

    0
    226

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০জুনঃ    টানা কয়েকদিনের ভারি বর্ষণ ও ভারতের ত্রীপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে জুড়ী নদীর পানি বেড়ে যাওয়ার ফলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যার কবলে উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দি। উপজেলার সরকারি ভবন সব কয়টির ভিতরে পানি ঢুকে গেছে।

    বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।অত্রাঞ্চলের বেশিরভাগ বাড়ি-ঘর, রাস্ত-ঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।অত্রাঞ্চলের বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি এখন ভয়াবহতার রূপ ধারন করেছে। বর্তমানে উপজেলার প্রায় ৯০ভাগ মানুষ অসহায় ও দূর্ভোগের সাথে যুদ্ধ করে কোনো রকমে বেঁচে আছেন।এখন পযন্ত জুড়ীতে পানি বাড়ছে।

    সরেজমিনে উপজেলাতে দেখা যায়, উপজেলার রাস্তায় হাটু পানি বা কোথাও  কোমর পানি,তার পরো বন্দ হয়নি সরকারি অপিস,সববির্ভাগে রয়েছেন সরকারি লোকজন।আরো দেখা মিলে, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, নৌকাতে করে উপজেলাতে আসেন।