জুড়ীতে বন্যায় ভেসে গেছে পাম্পের তেলঃলক্ষাধিক টাকার ক্ষতি

    0
    334

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জুলাই,এম.এম সামাছুল ইসলামঃ  মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অকাল বন্যার কারণে তলিয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট, বাড়ীঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ইত্যাদি।

    এ ছাড়াও পেট্রল পাম্পে পানি প্রবেশ করে প্রায় ৫-৬ লাখ টাকার জ্বালানি তৈল পানিতে ভেসে গেছে। জুড়ী উপজেলার কলেজ রোডস্থ “অপুর্ব এন্টার প্রাইজ এন্ড প্যাক পয়েন্টে” এ ঘটনাটি ঘটেছে।

    জানা যায়, প্রতি দিনের মতো দোকানের মালিক সাইফ উদ্দিন রাতে তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যান | পরদিন সকালে গিয়ে দেখতে পান বন্যার পানিতে তাঁর দোকান ডুবে গেছে | দোকানের সামনে ও ভিতরে পানি | দোকানের তালা খোলে ভিতর প্রবেশ করে দেখেন ঘরে রাখা জ্বালানী তৈল অকটেন, পেট্রল, ডিজেল, কেরোসিন ও মবিলের ড্রাম বন্যার কারণে ঘরের নিচের মাটি ধেবে গিয়ে ড্রাম গুলো উল্টো-পাল্টে পানিতে পড়ে গেছে।

    এতে করে ড্রামে রাখা সবটুকু তৈল পানিতে ভেসে গেছে | এতে তার প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান | ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যাবসা শুরু করলেও হঠাৎ এ বন্যায় তাকে একেবারে নিঃস্ব করে ফেলেছে।