জুড়ীতে বই বিক্রি করতে গিয়ে ফেঁসে গেলেন প্রধান শিক্ষক !

    0
    445

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মার্চ,জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা:  মৌলভীবাজারের জুড়ীতে বিনা মূল্যে বিতরনের জন্য বিভিন্ন স্কুলে বই বিতরনের কথা থাকলেও তার ব্যাতিক্রম ঘটে শিলুয়া উচ্চ বিদ্যলয়ে। ছাত্র ছাত্রিদেরকে সম্পুর্ন নতুন বই না দিয়ে পুরাতন বই দেয়া হয়েছে।আর এই উদ্বৃত বই বাজারে বিক্রি করতে গিয়েই ফেঁসে গেলেন প্রধান শিক্ষক সেলিম উদ্দিন।

    জানা যায়,মঙ্গলবার (২০/৩) স্কুল ছুটি দিয়ে সন্ধায় ওই শিক্ষক একটি ভ্যান গাড়ীতে অর্ধ শতাদিক বস্তায় বই ভর্তি করে বিক্রির জন্য শিলুয়া উচ্চ বিদ্যালয় থেকে রওয়ানা দিয়ে জুড়ী বাজারে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীটি আটক করেন জুড়ী উপজেলার নির্বাহি কর্মকর্তা অসিম চন্দ্র বনিক।

    এ ব্যাপারে জুড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা এর সত্যতা স্বীকার বলেন,বইসহ গাড়ীটি আটক করে গাড়ী থেকে ৯শ ৮০ কেজি বই উদ্ধার করে পরে তা জব্দ করা হয়।

    অভিযুক্ত প্রধান শিক্ষক সেলিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার উপর আনিত অভিযোগ স্বীকার করে বলেন,”এ ব্যাপারে আমি অনুতপ্ত”।