জুড়ীতে পিডিবিকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন

    0
    239

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জুলাই,জুড়ী প্রতিনিধিঃ  মৌলভীবাজারের জুড়ী পিডিবিকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন করেছে “পিডিবি বাঁচাও, পল্লী বিদ্যুৎ হঠাও” আন্দোলন পরিষদ। মানববন্ধনে উপজেলার সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহক ও ব্যবসায়ীসহ শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

    বুধবার (১২ জুলাই) জুড়ী শহরের পোষ্ট অফিস রোডস্থ বিজিবি ক্যাম্প সংলগ্ন ত্রিমোহনী চত্বরে জুড়ী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও অত্র আন্দোলন পরিষদ সভাপতি আলহাজ্ব শফিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধূরী মনি, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি সাবেক চেয়ারম্যান হাজী মইন উদ্দিন মইজন, সিলেট বিভাগ উন্নয়ণ সংস্থা (সিবিউস) প্রেসিডেন্ট এইচ এম এ কাদির, জুড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইছহাক আলী, ভবানীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতি সভাপতি হাজী আয়াজ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি হাজী কামাল উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, অনলাইন প্রেস ইউনিটি জুড়ী শাখা সভাপতি এ.বি.এম নূরুল হক, হাওর বাঁচাও, ক , সমাজ সেবক মাহবুবুল আলম কাজল প্রমূখ।

    বক্তারা বলেন, আমরা জুড়ীবাসী দীর্ঘদিন থেকে পিডিবি গ্রাহক, তা কোনোভাবেই পল্লী বিদ্যুতের নিকট হস্তান্তর করতে চাইনা। পিডিবি আছে এবং থাকবে এটা আমাদের প্রাণের দাবী। প্রয়োজনে তার জন্য জান দেব তবুও পল্লী বিদ্যুতের নিকট হস্তান্তর করবো না। পরে এক বিশাল ভিক্ষুভ মিছিল “পিডিবি বাঁচাও, পল্লী বিদ্যুৎ হঠাও, বাঁশের লাঠি বাহির করো, পল্লী বিদ্যুৎ বিদায় করো” স্লোগানে স্লোগানে মুখরিত করে বিক্ষুভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার জুড়ী নিউ মার্কেট সম্মুখে গিয়ে শেষ হয়।