জুড়ীতে সরকারী জমি দখল করে দালান নির্মান! কর্তৃপক্ষ নিরব

    0
    364

    জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সড়ক ও জনপদের ভূমি দখল করে দালান নির্মান করার অভিযোগ পাওয়া গেছে ।

    জানা যায়, জুড়ী উপজেলা শহরের ডাকঘর সড়ক সংলগ্ন প্রধান সড়কের ভূমি অবৈধ ভাবে দখল করে নির্মিত ঘরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ এখন ৩ তলায় বিল্ডিং নির্মানের কাজ চলছে।

    বর্তমানে বিল্ডিংয়ের কাজ শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারনে নিরব ভ’মিকায় রয়েছে। জুড়ী শহরের ডাকঘর রোডের জাঙ্গীরাই মৌজার জে এল নং – ২৫, আর এস খতিয়ান নং ৮১৩, এস এ দাগ নং ৫৪৯২ দাগে ১.৬০ শতক জমির মালিক মৃত রহমত আলীর ছেলে লকুছ মিয়া ও রমজান আলী।

    তার খরিদকৃত জায়গায় নতুন ঘর না বানিয়ে সড়ক ও জনপদের ৪৫৯৩ দাগের ১০ শতক ভূমি অবৈধ দখল করে দালান নির্মান করে বর্তমানে ৩য় তলায় কাজ চালিয়ে যাচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদের উপ-সহকারি প্রকৌশলী দেবাশীস সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।