জুড়ীতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

    0
    422

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬নভেম্বর,হাবিবুর রহমান খানঃ  বিশ্বদরবারে বাঙালির আরো একটি অর্জন পেলো,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
    প্যারিসের ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এক বিজ্ঞপ্তিতে, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারিহেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেন।

    তাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ  সোমবার মৌলভীবাজার জেলার জুড়ীতে সকালে বাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলা শাখার আয়োজনে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।আনন্দ র‌্যালিটি জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে,পরে জুড়ী নিউ মাকর্টের সামনে এসে র‌্যালিটি শেষ হয়।এতে ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।