জুড়ীতে গ্রেফতার-৩,পুলিশের দাবী ইয়াবা ব্যবসায়ী

    0
    430

    হাবিবুর রহমান খান,জুড়ী থেকে: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা (কোনাগাও) থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসামি মখলিছ এর  বসত বাড়ীতে অভিযান চালিয়ে ২২০ পিছ ইয়াবাসহ ট্যাবলেট উদ্ধার করা হয়।

    জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও ইন্সঃ তদন্ত সুধীন চন্দ্র দাস, সংগীয় এস আই বেলায়েত, এএস আই ফাত্তার, এএস আই মনির, এএস আই সুমন, এই গোপন অভিযান পরিচালনা করেন।

    আটককৃতরা হলেন, মখলিছ মিয়া (৪২) পিতা-মনসুর আলী,  সাং-ফুলতলা (কোনাগাও), আব্দুর রহমান (৩৫) পিতা-মৃত আলকাছ মিয়া, সাং-কোনাগাও,হায়দার আলী (৩৬) পিতা-ছোয়াব আলী সাং-বিরইতলা।

    এ ব্যপারে জুড়ি থানার মামলা নং-০৪ তাং-২০/০৯/১৮ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৯ (খ) রুজু করা হয়।

    প্রকাশ থাকে যে আসামীগন দীর্ঘ দিন যাবত একে অন্যের সহযোগিতায় মাদকসহ ইয়াবা বিক্রয় করিয়া যুব সমাজকে নষ্ট করিয়া আসিতেছে।