জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

0
600
জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

এম এম সামছুল ইসলাম,জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।  রোববার (১৮ জুলাই ২০২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ। 

জানা যায়, পরিবেশ মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন স্বল্পতার খবর শুনে তিনি আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। আগামীতে প্রয়োাজনে আরোও অক্সিজেন সিলিন্ডার প্রদানের আশ্বাস দেন তিনি। 

এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিট সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ওমর ফারুক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবিমল চন্দ সহ মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।