জুড়ীতে এইচএসসি পরীক্ষায় বহিস্কার-১,অনুপস্থিত-১১

    0
    500

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২এপ্রিল,হাবিবুর রহমান খানঃ    সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এতে ৩টি ভ্যানুতে এই পরিক্ষা অনুষ্টিত হয়। প্রথম দিনেই ১ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ১১ জন। তন্মধ্যে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    সোমবার (২এপ্রিল) বাংলা ১ম পত্র পরীক্ষায় অসাধুপায়ে পরীক্ষার হল রুমে মোবাইল ফোন নিয়ে প্রবেশের দায়ে জুড়ী তৈয়বুনেসা খানম ডিগ্রী কলেজের ব্যবসা শাখার পরীক্ষার্থী কিপাস পালা (রোল নং ৫০৯৭৮৮) কে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও জুড়ী কলেজের এক শিক্ষককে পরীক্ষার হল গার্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

    জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ থাকার পরও ওই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসায় থাকে বহিষ্কার করা হয়েছে।