জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কিছুক্ষনের মধ্যে

    0
    496

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫মে,ডেস্ক নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি-না তা জানা যাবে কিছুক্ষণের মধ্যে।

    মঙ্গলবার (১৫ মে) সকাল ৯টার পর এ সংক্রান্ত রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবেদিন ফারুক।

    হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপেক্ষের আপিলের ওপর এ রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

    আগে সবপক্ষের শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ১৫ মে দিন নির্ধারণ করেন। দ্রুত আপিল নিষ্পত্তি এবং খালেদার জামিন বাতিল চেয়ে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

    তবে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার আর্জি জানিয়ে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহম্মদ আলী ও জয়নুল আবেদীন।আলোকিত বাংলাদেশ