জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকের কমিটি

    0
    262

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বর,রকিব মনসুরবৃটেনের বিভিন্ন শহর থেকে আগত জনগণের সত:স্ফুর্ত উপস্থিতিতে ২ ডিসেম্বর বার্মিংহামস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে ও দন্ডপ্রাপ্তদের রায় কার্য্যকর করার দাবিতে বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের মিডল্যান্ড শাখার কমিটি গঠন করা হয়।মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ হিফজুর রহমান খানের সভাপতিত্বে এবং মিডল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম বেলালের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস।প্রধান বক্তা ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক।Justice for Bangladesh Genocide in UK Midlands Branch Inauguration Ceremony News Picture 3
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ আজির উদ্দিন, বার্মিংহাম আওয়ামী লীগের সেক্রেটারি মাহবুব আলম চৌধুরী মাখন, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারপর্সন লিয়াকত আলি, সংগঠনের বার্মিংহামের ডেপুটি কনভেনার মোস্তফা কামাল বাবলু, ইউকের ডেপুটি কনভেনার শাহ মো. শাফি কাদির, সোয়ানসীর কনভেনার হাবিবুর রহমান মকবুল, মিডল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি গাবরু মিয়া, সহসভাপতি আকমল হোসেন খান, বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমদ, যুগ্ম সম্পাদক সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শাহ রোকন আহমদ, সংগঠনের নিউপোর্ট সেক্রেটারি এমএম রউফ, সোয়ানসী সংগঠনের ফেরদৌস, সংগঠনের বার্মিংহামের সেক্রেটারি জয়নাল ইসলাম, নিউপোর্ট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিতাব আলী, মিডল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আবুল হোসেন, শহীদ পরিবারের সন্তান জাহাঙ্গীর হোসেন মান্নান, বদর উদ্দিন চৌধুরী বাবর, আলহাজ আসাদ মিযা, যুবনেতা জুবের আলম, সিতাব আহমদ, হিরন মিয়া, শাহ বদরুজ্জামান বদর, এমদাদুর রহমান নুরেজ, রুহেল আমিন খান, মোসাদ্দেক আহমদ শ্যামল, আব্দুর রহমান মনা, এম.এ মান্নান, মনহর আলী, হোসেন আহমদ, জামিল আহমদ, সাইফুল ইসলাম, লিলু মিয়া, সালেহ আহমদ, কবির ফরিদ প্রমুখ।সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নোমান আহমদ।স্বাগত বক্তব্য রাখেন সিতাব আলী।Justice for Bangladesh Genocide in UK Midlands Branch Inauguration Ceremony News Picture 3
    সম্মেলনে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সংগঠনের ক্যাম্পেইন আরও বেগবান করার জন্য কামিউনিটি সংগঠক মো. সিতাব আহমদকে কনভেনার, জাহাঙ্গীর হোসেন মোহন, সহিদ মিয়া,সালেহ আহমদ, কামরুল আলম দুলাল ও আসকির মিয়াকে ডেপুটি কনভেনার। সাবেক ছাত্রনেতা হিরন মিয়াকে সেক্রেটারি, কবির মিয়া ফরিদ জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ট্রেজারার কাহের হোসেন শাহীন ও রমিজ উদ্দিনকে প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ও ১২ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস মিডল্যান্ড শাখার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন- আজকের  দায়িত্বশীল নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে আমাদের ক্যাম্পেইনকে আরো বেগবান করার লক্ষ্যে বৃটিশ এমপি এম.ইপি ও মানবাধিকার সংগঠনের সাথে মতবিনিময়, স্বারকলিপি প্রদানসহ বিশ্ব জনমত গঠনে বলিষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান।
    বক্তারা আজকের সম্মেলনের মাধ্যমে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে মিডল্যান্ড শাখার কমিটির নতুন কর্মকর্তাবৃন্দের অভিনন্দন জানিয়েছেন।