জামেয়া’র নতুন অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান

    0
    266

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জানুয়ারী,মুহাম্মদ ফয়সাল শরীফ, চট্টগ্রাম প্রতিনিধিঃ আওলাদে রাসূল (দ.), গাউসে জামান, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ) এবং শাহাজাদা হাফেজ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মাঃজিঃআঃ)’র অনুমোদনক্রমে এশিয়া মহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন, সুন্নীয়তের প্রধান মারকায, বাংলার অাল অাজহার খ্যাত, নূহের কিস্তি নামে পরিচিত, দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম ষোলশহরস্থ “জামেয়া অাহমদিয়া সুুন্নিয়া অালিয়া” এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জামেয়া’র ফিকাহ বিভাগের প্রধান, অান্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র প্রতিষ্ঠাকালীন ১১ সদস্যের অন্যতম, মুফতি অাল্লামা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান অাল-কাদেরী [মাঃজিঃঅাঃ]।

    তিনি অাজ ১২/০১/২০১৬ ইং রোজ মঙ্গলবার জামেয়া’র পৃষ্ঠপোষক দরবারে অালিয়া কাদেরিয়া সিরিকোট শরীফ’র সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.), গাউসে জামান, হুজুর কেবলা, শাহসূফি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ [মাঃজিঃঅাঃ] এবং সাহেবজাদা হাফেজ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ [মাঃজিঃঅাঃ]’র দোয়া ও অনুমতি নিয়ে প্রথম অফিস করেন।