জামায়াত-শিবির পিটিয়ে পুলিশে দিন : বাংলাদেশ ছাত্র মৈত্রী

    0
    519

    Bappa

    ॥ সৈয়দ আমিরুজ্জামান ॥           

    গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে এবার জামায়াত-শিবিরের সদস্যদের পিটিয়ে পুলিশে দেয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু এ আহ্বান জানিয়ে বলেন,  ‘গণজাগরণ পর্ব শেষ, এবার প্রতিরোধের পর্ব। গণজাগরণ মঞ্চ থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াত-শিবিরের সদস্যদের যেখানেই পাবেন, সেখানেই পিটিয়ে পুলিশের হাতে তুলে দিন।’
    মঙ্গলবার শাহবাগের প্রজন্ম চত্বরে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
    বাপ্পা বলেন, ‘এতোদিন বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকার কথা বলেছিলাম। এবার সে লঠি হাতে রাস্তায় নেমে আসুন। পাড়া মহল্লায় যেখানেই জামায়াত-শিবিরের সদস্যদের পাওয়া যাবে, সেখানেই এ লাঠি দিয়ে তাদের পেটাতে হবে। ’৭১-এ যুদ্ধ করার সময় মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি ছিল না। কিন্তু এখন আমাদের হাতে ৯ মাসের ট্রেনিং মজুত আছে। ভয় পাওয়ার কিছু নেই। জামায়াত-শিবিরের বিরুদ্ধে যুদ্ধে নেমে তাদের ঠেকাতে আমাদের মাত্র ৭দিনের প্রস্তুতি লাগবে।’
    জামায়াত-শিবির নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে বাপ্পা বলেন, ‘গণজাগরণ মঞ্চ আজ থেকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছে। আশা করছি সরকার অচিরেই যুদ্ধাপরাধীদের এ দলটিকে নিষিদ্ধ ঘোষণা করবে।’
    সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফসির, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুর রহমান মিঠু প্রমুখ।