জামালগঞ্জে কাজী ও জন্ম নিবন্ধনকারীদের নিয়ে কর্মশালা

    0
    203

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২মার্চঃ  বাল্যবিবাহ  হ্রাস ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কেয়ার বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় জৈন্তিয়া ছিন্নমৃল সংস্থা (জেছিস) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় গত ৩ বছর যাবৎ সাফেল্যের সাথে টিপিং পয়েন্ট প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।

    এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জেছিস নিকাহ্ রেজিস্টার/কাজী ও জন্ম নিবন্ধন কারীদের নিয়ে এক কর্মশালার অয়োজন করে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী। জেছিস টিপিং পয়েন্ট  প্রকল্প এর প্রকল্প ব্যবস্থাপক জনাব রোকন উদ্দিন আহমেদের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯িথত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু এবং সমবায় কর্মকর্তা মোঃ আবু তাহের।

    এছাড়াও  উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যন দুলাল মিয়া এবং জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজীবৃন্দ, সচিববৃন্দ এবং বিভিন্ন  সরকারী ও বেসরকারী প্রতিষ্টানের প্রতিনিধিবৃন্দ।