জাফলংয়ের পিয়াইনে নিখোঁজ এমসি কলেজ শিক্ষার্থী অনিক

    0
    297
    জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলং পর্যটকদের জন্য মরণ ফাঁদ হিসাবে পরিচিত সিলেটের জিরো পয়েন্টে আবারো নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ হয়েছেন এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান অনিক। ডাউকী ও পিয়াইন নদীর উৎসমুখের স্বচ্ছ পানিতে গোসল করতে নেমে ছাত্র নিখোঁজের ঘটনা ঘটে৷ ২৬ এপ্রিল শুক্রবার জুম’আর নামাজের পর নিখোঁজের ঘটনা ঘটে।
    এলাকাবাসীসূত্রে জানা যায়- ৮ বন্ধু মিলে প্রকৃতিকন্যা জাফলং বেড়াতে আসে। এরমধ্যে আতিকুর সহ ৩ তিন বন্ধু জিরো পয়েন্টে গোসল করার সময় আতিকুর নদীর পানিতে তলিয়ে যান। কয়েকজন বারকী শ্রমিক তা দেখে  দ্রুত ছুটে আসে এবং দুজন কে উদ্ধার করতে সক্ষম হলেও আতিকুর রহমান অনিক কে উদ্ধার করতে পারেন নি৷ এঘটনার পর হতে সে নিখোঁজ রয়েছে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা।
    খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান শুরু করে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি৷ ফায়ার সার্ভিস ও গোয়াইনঘাট থানা প্রশাসনের পক্ষে নিখোঁজের সন্ধান কার্যক্রম স্থগিত ঘোষনা করেছে৷ আগামীকাল ২৭ এপ্রিল পুনরায় সন্ধান চালাবে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফারুক হোসাইন৷
    গোয়াইনঘাট থানার ওসি জলিল জানান- কলেজ ছাত্রটি এখনো নিখোঁজ। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে সন্ধান পায়নি৷ আপতত অনুসন্ধান স্থগিত করা হয়েছে৷ আগামীকাল পুনরায় নিখোঁজের সন্ধান করা হবে৷