জাপানীদের উপহারে সিক্ত নড়াইলের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী

0
248

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী জাপানী বন্ধুদের উপহারে সিক্ত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে লোহাগড়ার টি কালনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাইটকুমড়া মিতালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি করে টি শার্ট, ক্যাপ ও একটি সিরামিকের মগ উপহার দেয়া হয়।

‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান বাংলাদেশ ’ শ্লোগানকে ধারণ করে কোমলমতি শিশুদের হাতে উপহার তুলে দেন জাপানী বন্ধু টেককেন কর্পোরেশন ঢাকা অফিসের ম্যানেজার নাওমি ওয়াতানাবে, ক্রস বর্ডার রোর্ড নেটওয়ার্কের প্রজেক্ট ম্যানেজার কাজুও তাকেউছি. ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর টেছুয়া মাতুয়ামা, হিরোকাজু ইপোনসুগি সহ অনেকে।
এসময় বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষিকা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জাপানী বন্ধুদের উপহার পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে কোমলমতি শিশুরা।

প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি সেখনে বক্তব্য দিতে গিয়ে বলেন, টেককেন করপরেশন কালনায় মধুমতী সেতু নির্মাণ করেছে। তাই কালনা এলাকার শিশুদের উপহারগুলো দেওয়া হলো। শিশুদের হাতে এগুলো দিতে পেরে আমরা খুশি।