জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র‍্যালি ও আলোচনা

    0
    198

    নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ২০১৮ উপলক্ষ্যে আজ ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর যৌথ উদ্যোগে র‍্যালি,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বেরুলা ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো সহিদুর রহমান সিদ্দিকী স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড, মো, আব্দুস শহিদ এম পি, সভাপতি সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি ও সাবেক চীপ হুইপ।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব,সাগর হাজরা-উপজেলা ভাইস চেয়ারম্যান, হেলেনা চৌধুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,আশেকুল হক এসিল্যন্ড শ্রীমংগল, আছকির মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান, ভানু লাল রায় ৩নং শ্রীনংগল ইউপি চেয়ারম্যান, মৎস্য চাষীদের পক্ষে বক্তব্য রাখেন  সায়মা এগ্রোর স্বত্বাধিকারী আব্দুল মজিদ, মৎস্য জীবিদের পক্ষে বক্তব্য রাখেন মিন্নত আলী।

    এছাড়া সপ্তাহ ব্যাপী অনুষ্টানের মধ্যে রয়েছে, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। ফরমালিন বিরোধী অভিযান,মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট /অভিযান, মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ মুল্যায়ন, পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হবে।